আমরা নাগরীক অধিকার চাই
|
বাংলাদেশে সব জনগনের নাগরীক অধিকার সমান ভাবে গুরুত্ব দেয়া হোক
আমরা
সবাই নাগরীক অধিকার চাই যারা সরকারী কর্মজীবি তারা সর্বক্ষেত্রে নাগরীক
অধিকার ভোগ করবে ......এটা গনন্ত্র রাষ্ট্র হতে পারে না............ ।
আমি
একজন বাংলাদেশের নাগরীক এবং স্থায়ী বাসিন্দা নিজ মালিকানা আমার
বসবাস......কিন্তু যারা সরকারী কর্ম জীবি তারা দেশের সব অধীকার ভোগ করতে
পারে। এই বাংলাদেশের সকল মানুষ তারা লেখা পড়ার শেষে, যে যার জীব
গড়ার জন্য ছুটে।এদেশের ৮০ ভাগ মানুষই তারা অর্থনৈতিক দিক দিয়ে অসহায়। শিক্ষা জীবন সবার জীবনে, এক ভাবে
পুরন করতে পারে না, কোন এক জাগায় এসে থেমে যায় তাই তার সামর্থন অনুসারে তার কর্ম স্থান খুজে নেয়।
কিন্তু সবাই তো এদেশের সরকারী চাকরী তাদের ভাগ্যে মিলে না। যারা সরকারী চাকরী পায়, তারা যেনো এদেশের সোনার
চাবি
পেলো আর তাদের কর্ম জীবনের জন্য তেমন অর্থের অভাব হয় না। তাদের জীবন সুখের
হয়ে যায়, বাকি ৫০ ভাগ মানুষের জীবন হতাস ভাবে তাদের জীবন কাটে। ছুটতে হয়
সার্বক্ষনিক টাকার পিছনে, এদেশের বেশি ভাগ মানুষই ব্যাবসা
করে জীবন যাপন করছে। এদের অর্থের যোগান দেত্তয়ার মত সরকার এর কাছ থেকে কোন সুযোগ পায় না, যে টা একটি
মানুষ এর নাগরীক অধিকার যে, একটি যুবক কে ব্যবসা এর কর্ম স্থানে অর্থের ঋন সাহায্য করতে সরকার তার নাগরীগ
অধীকার দিতে বাধ্য থাকিবে। এটাই গনন্ত্র আইন যা একটি নাগরীগ কে সরকার তার অধিকার দিবে। আমি বাংলাদেশের
বাস্তব
জীবন টা দেখলাম যে যারা সরকারী কর্মজীবি তারাই এদেশের নাগরীক। আর বাকি
স্থানীয় ব্যক্তিগন যারা আছে, কিন্তু তাদের পরিবারে কেউ সরকারী কর্মজীবি
নেই, তাদের এদেশে কাজের ক্ষেত্রে নাগরীক অধিকার দেয়া হয় না।
একটি যুবক যখন ২০ বছর বা ২২ বছর হয় তখন সে নিজে কর্মজীবন নিয়ে ভাবে, তার ভবিষত গড়ার জন্য।কিন্তু এদেশে
যাদের
টাকা আছে তাদের আরত্ত টাকা দেত্তয়া হয়। একটি যুবক যখন একটি ব্যবসা জন্য
স্থান খুলে, ব্যবসা শুরু করে তখন তার অর্থের প্রয়োজন হয় কিন্তু এই সহোযগিতা
সে সরকার এর কাছ থেকে অতি সহজে পাচ্ছে না। একটি দেশের নাগরিক হত্তয়া সত্যো
স্থায়ী বাসিন্দা মালিকানায় তার যদি কোন ঋন করতে হয়। সরকারী কর্মজীবির
সুপারিস লাগে, তাদের সুপারিশ ছাড়া বাংক লোন হবে না। তখন তার কাছে মনে হয়
যে, আমরা এদেশের নাগরীক না যারা সরকারী কর্মজীবি তারা এদেশের নাগরীক। তবে
আমি সরকার কে বলতে চাই যে, আমরা এদেশের কি রকম এর নাগরীক এটা কি গনন্ত্র
রাষ্ট্র হলো। আমাদের ভোটার আই ডি কার্ড আছে, যাদের এই বাংলাদেশের স্থায়ী
মালিকানা বসত বাড়ি আছে। তাদের কেন সরকারী কর্মজীবিদের সুপারিস না, হলে
বাংক তাকে লোন দিবে না। আর একজনার লোনের সিকোরিটি আর একজন কি
বহন করতে চায়, এটা সাধারন বা মধ্যে ব্যক্তিদের জন্য সম্ভাব নয়। তাই একটি দেশ কে দারিদ্র মুক্ত করতে হলে নাগরীক
দের
ছোট থেকে বড় করা শিখাতে হবে বা করতে হবে। আমরা সবাই নাগরীক অধিকার চাই
যারা সরকারী কর্মজীবি তারা সর্বক্ষেত্রে নাগরীক অধিকার ভোগ করবে ......এটা
গনন্ত্র রাষ্ট্র হতে পারে না................