Ticker

Ad Code

Responsive Advertisement

এসো আমরা দেশকে ভালবাসি এবং দেশের সরল মনুষদের রাজনৈতিক চক্র থেকে মুক্ত করি.....
তুমি তোমার শুধু নিজের ভালোর জন্য রাজনৈতিক পথ বেচেনিয় না...তোমরা জাননা যে তোমার একটু ভাল জ্ঞান দিয়ে সকলের ভালচেয়ে পলিটিক্যাল জ্ঞানী হতে পার.......আর তোমার জ্ঞান দ্বারা এ দেশের মানুষের জীবনে.....অনেক টা পরিবর্তন করা সম্ভাব.........যদি আমরা ১৫কোটির জনগরে মধ্যে মাত্র এক কোটি মানুষ খারাপ নেতাদের মুখোশ খুলে দিতে পারি আর আমরা এসব কাজে আমাদের লক্ষ থাকবে এদেশকে ভালবাসা.....সকল জনগনের শান্তি কামনা করা....তুমি যে ধর্মের মানুষ হত্ত..........এতে কোন ভেদাবেদ নেই......তুমি তোমার সকল কাজের জন্য তোমার বিধাতার কাছে হিসাব দিতে হবে...........আমরা সকলেই মানুষ ....আমাদের কোন সম্পদ মৃত্যুর পর তা তোমার সাথে নিতে পারবে না তোমার একটু ভাল জ্ঞান দিয়ে অন্যের জীবনে শান্তি আসে...তাতে তুমি গর্বভিত হবে.......তাই আমি কোন দল হিসাবে নয় সকলকে বলি... সকলের ভাল ত্ত সুন্দর জীবন কামনা করি.......চেষ্টায় করলে একটি মানুষ অনেক কিছু করতে পারে......ধর্মনিয়ে বারাবারি নয় আমরা সকলেই মানুষ.............]

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ