Ticker

Ad Code

Responsive Advertisement

যাকাত নিয়ে অনেকের অনেক অভিযোগ......অনেকে নিজের নাম প্রাচার করার জন্য ঈদে গরীব ত্ত দু:খী মানুষের জন্য শাড়ী কাপড় টাকা বিতারন করেন........কিন্তু যাকাত বিতারন কারী সে....কেবল যাকাতের নিয়াত করে যাকাত দিতে হবে.....অন্য কোন উদের্শ করে মনের ভিতর আশা করে যদি যাকাত দেত্তয়া হয় তবে.....তার যকাত দেত্তয়া আল্লাহ কবুল নাত্ত করিতে পারেন......যাকাত নিয়াত হল যে আমার অর্থের উপর আল্লাহ যা নিদের্শ দিয়েছেন সেই নিদের্শে আমি আল্লাহর উপর আত্তসমাপন করে আমার অর্থের যে পরিমান যাকাত হয়েছে গরীব ত্ত দু:খী মানুষকে দেয়া...................আর অনেকে ভিন্ন ভাবে কথা বলতে পারে....যে ২০০ জনকে শারী কাপড় না দিয়ে, কিছু কিছু লোকদের ১০০০০ টাকা করে দিয়ে পরিপূর্ন ভাবে সাহায্য সহযোগিতা করা......আসলে এটা রমজানের যাকাত বলে না, রমজানের যাকাত হল গরী ত্ত দু:খী মানুষকে শাড়ী কাপড় এবং টাকা দেয়া কারন টাকা দিয়ে তারা ঈদের দিনে ভাল খাবার রান্না করতে পারে। যাতে তারা সর্ কিছুতে তারা আনন্দ ঊপভোগ করতে পারে.......সবাই সুন্দর সুন্দর শাড়ী কাপড় পরতে পারবে আর ভাল খাবার খাবে.....তাতেই যাকাত কবুল হবে.................মো: শেখ সুমন বরিশাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ