বাংলাদেশে সিকারেট নিয়ে এক বড় রাজনিতি, যেটা মনে করতে পারেন
এক বড় ধরনের চালাকি ব্যবসা। সিকারেট যখন মানুষ কে ঘতি করে তবে
তা সরকার এর লাইসেস দিবে কেন বা লাইসেন্স আগে থাকলে তা বাতিল
করা হয়না কেন, দাম বাড়িয়ে এটা কি বুঝাতে চান তাতে কম চলবে। আসলে এসব শুনে আমার হাসি পায়, কারন দাম বাড়ালে এর কোন
সমাধান হয় কি ? আমার মনে হয় কি পুরো মানুষ গুলো শিক্ষিত বলদ
তা, না হলে দাম বাড়লে কি এর সমাধান হয়। আমি মনে করি যে এটা যখন ঘতি কর তবে সেই পন্য বন্ধ করে দেয়া হোক যদি সকল মানুষের ভাল মনে করেন। আর সব মানুষের ভাল চান, আমি মনে করি এখানে সিকারেট এর দাম বারানোর কোন প্রশ্ন আসেনা। সিকারেট মানব দেহের জন্য ঘতি কর তবে বন্ধ করে দিন দাম বাড়িয়ে এর কোন সমাধান হবে না।
সব মানুষের কোন না, কোন নেসা আছে একক মানুষের একেক রকম নেসা। সিকারেট একটি সাধারন নেসা যা মানুষ কে খারাপ কোন দিকে আকৃষ্ট করে না। হয়তো তার শারীরিক ঘতি হয় কিন্তু তার মানসিক উপকার ত্ত করে যার জন্য ধুমপান করে। কোন নেসা মানব দেহের জন্য ভাল না, কিন্তু মানুষ এর স্বপ্ন বা মস্তিসকের ক্লানতি দুর করার জন্য সে ধুমপান করে থাকে। আমি মনে করি বাংলাদেশের সাধারন মানুষ গুলো নেসা বলতে অনেকে শুধু সিকারেট এর ধুমপান করে। আর অন্যন্য দেশে পানি জাতিয় নেসা মত পান করে, তাই সেই সব দেশে সিকারেট একটু কম চলে। কিন্তু এই সব সাধারন নেসাত্ত বন্ধ হলে পুরুষ মানুষ এর চোখের নজর
বেড়ে যাবে। তখন হয়তো বাল্লো বিবাহ বেরে যেতে পারে, আর এই সব ব্যপারে বাস্তবাতা সিকার হবে। কোন নেসাই ভাল না যে নিজেকে সামাল দিতে পারবে সে ভাল থাকবে। তবে বাংলাদেশে সিকারেট এর দাম না, বারিয়ে একে বারে বন্ধ করে দেয়া উচিত নতুন প্রজন্ম মানুষ দেখবে না তারা খাবে না, দাম বারিয়ে মানুষ কে শান্তনা নয় পারলে একেবারে জন্য বন্ধ করুন কারন এটা এমন এক ধুমপান যে একবার এক জনার দেখায় আর একজন শিখে আর বাধ্য হয় সেত্ত ধুমপান করতে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.