Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

মনে পড়ে তোমাকে... ঘুম আসে না
সাড়াখন মনে পরে শুধু তোমাকে
কি যাদু করলে তুমি আমায়
আজ শুধু তোমারই জন্য
অপেক্ষায় থাকি। কখনত্ত কি আসবে না,
ফিরে হৃদয়ের বুকে
কত রাত কত দিন যায় যায় ফুরিয়ে
এই দিন গুলো পাবনা আর ফির্।
তুমি কি আসবে না আমার হৃদয়ে
তুমি জান না হৃদয় সারাক্ষন তোমারই
জন্য কাদে। এ হৃদয় শুধু তোমারই
ভালবাসার অপেক্ষায়, হৃদয় হারানো
মন মানে না বাধা। তুমি আমার
একটু কাছে আসো না, হারিয়ে যাব
তোমারই কাছ থেকে চির বিদায
নিয়ে, বলনা তুমি আমায় একবার
ভালবাসি...........

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ