Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

অাতংস্কিত মুখে বাই‌ডেন














অাতংস্কিত মূ‌খে বাই‌ডেন, 

ট্রাম্প পূ‌র্বের নিরর্বাচ‌নের নীল নকসা ক‌রে ক্ষমতা দখল ক‌রে নেয়ায় বাই‌ডেন ও তার সামস্থক গো‌ষ্ঠি টেনশন ফিল কর‌ছে তা, ধারনা করা যা‌চ্ছে।

পূ‌র্বের নির্বাচন যে ভা‌বে হ‌য়ে‌ছে সে ভা‌বে হবার অশংঙ্কা কর‌ছে অ‌নে‌কে। এখন ও বাই‌ডেন ট্রেম্প চে‌য়ে  বাই‌ডেন এ‌গি‌য়ে অা‌ছেন। 

অার অা‌মে‌রিকার  ভোটাররা ট্রেম্প এর প‌লিটিক্যাল কু নজর যেনও তা‌দের কা‌ছে ভয় লাগ‌ছে, ট্রেম্প কে তারা রা‌ষ্ট্রের অসুভ প্র‌তিক হি‌সে‌বে ম‌নে ক‌রেন। 

গত নির্বাচ‌নে জনগ এর ভোট চু‌রি ক‌রে নি‌জের স্থান দখল ক‌রে ভোটার দের হতাশার মু‌খে ফে‌লেছেন। 

তারা এটা ব‌লেন অামা‌দের দে‌শে, কারচু‌পি ভোট কখনও হয়‌নি বরং অামরা অন্যন্য  দেশ গু‌লো‌তে  স‌ঠিক ভা‌বে ভোট গ্রহ‌নে অামরা  পর্যা‌বেক্ষন ক‌রে‌ছি।

 যা‌তে এক‌টি রা‌ষ্ট্রের জনগন এর প্রিয় নেতা, সরকার নির্বা‌চিত হয় কিন্তু ট্রেম্প  অা‌মে‌রিকার ম‌তো এক‌টি সু শাসন অাইন নষ্ট ক‌রে দি‌য়ে‌ছে। 

ট্রাম্প একজন অসুভ শ‌ক্তির হাত থে‌কে এবার অা‌মে‌রিকার জনগন মু‌ক্তি পা‌বে কিনা তাও স‌ন্দেহ প্রশন কর‌ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ