এখন ও
করোনার শর্তকতার ভিক্তিহীন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কারনে, বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সহ শিক্ষাক ও শিক্ষাথীদের দূযোগ পরিনত হয়েছে বাংলাদেশের সকল মানুষের। করোনা ভাইরাস শতকর্তার শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে কি বুঝাতে চান বর্তমান জ্ঞানীরা। বাংলাদেশের প্রায় সব কর্মস্থান চালু রয়েছে চারি দিকে মেতে উল্লাসে জীবন কাটাছে জনগন নিরব শুধু শিক্ষা প্রতিষ্ঠান। এতে ক্ষতি হচ্ছে সাধারন পরিবার এর ছাত্র ছাত্রীরা যারা ইনন্টানেট শব্দ লিকতে শিখেনি তারা কিভাবে অনলাইনে লেখাপড়া শিখবে। শুধু ধনী পরিবার এর উপর ভিক্তি করে, অনলাইন লেখাপড়া চলমান থাকলে দেশের দারিদ্র পরিবার গুলোর তাদের সন্তানরা শিক্ষার অভাবে অশিক্ষিত হার বেড়ে যাবে অার বাংলাদেশের শিক্ষিত হার কমে যাবে বরং অন্যন্য দেশের সাথে তাল মিলাতে গিয়ে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারন পরিবারর এর বিরাট ঘর্তির দিগে যাচ্ছে, যার পরিনাম গুনতে হবে এদেশের জনগন এর। সাধারন পরিবার সন্তানরা না পড়া শুনা করে ও উর্তিন্ন হয়েছে বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী। কিন্তু এখন শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ন ভাবে খুলে দেওয়া দরকার, রাষ্ট্রের সরকার যদি মনে করে শিক্ষা প্রতিষ্ঠান একটি পরিবার তবে তাদের ধারনা ভূল কারন প্রতিষ্ঠানের সাথে অনেক কর্মকর্তা জনবল ব্যবহার করা হয়েছে যার ভিতরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান অাছে যার সরকার এর বেতন ভুক্ত নয়। তারা ঐ প্রতিষ্ঠান মাধ্যমে তারা মাসিক বেতন পায়। অারও রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পকিত ব্যবসা পতিষ্ঠান তাদের ও ব্যবসা বানিজ্য বন্ধ সেই করোনা ভাইরাস শুরু থেকে অাজও তাদের পরিবার নিয়ে কোন রকম বেচেঁ অাছে। তাই সরকার এর উচিৎ এখন সর্বস্থানের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া অার সঠিক পদক্ষেপ অবলম্বন করা যাতে জনগন তার পরিবার গুলো অার্থিক ভাবে ক্ষতি গ্রহস্ত্য যাতে না হয়।