সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ'র সহধর্মিনী  বেগম সাহান আরা আবদুল্লাহআর নেই

সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ'র সহধর্মিনী বেগম সাহান আরা আবদুল্লাহআর নেই




শোক বার্তা:
বরিশাল অঞ্চলের অভিভাবক, আওয়ামী লীগ এর সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ'র সহধর্মিনী এবং বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ'র মা।

গত শুক্রবার ঢাকার কলাবাগানের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হন। তাৎক্ষণিকভাবে সাহান আরা আবদুল্লাহকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বেগম সাহান আরা আবদুল্লাহ'র বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে না ফেরার দেশে চলে গেছেন।

সাহান আরা আবদুল্লাহর মৃত্যুতে বরিশালে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনে শোকে ছায়া নেমে এসেছে। আজ সোমবার (৮ জুন) তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় বরিশালে সমাহিত করে, বরিশাল গোরোস্তান রোড সরকারী গোরোস্তানে সকাল ৮ টায় যানাযা পড়ে তাকে দাপন করা হয়।

মুক্তিযোদ্ধা বেগম সাহান আরা আবদুল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতের প্রত্যক্ষদর্শী ছিলেন।

বরিশাল বিভাগ ও জেলা আওয়ামী লীগ সকল নেতা কর্মিরা গর্ভির শোক প্রকাশ কামনা করেন। বেগম সাহান আরা আবদুল্লাহ আওয়ামী লীগ অঙ্গনে সকলের মাঝে জনও প্রিয় ছিলেন এবং শিশু কিশোরদের গভীর ভাবে ভালবাসতেন তার হারিয়ে যাওয়া সুকান্ত বাবু ১৯৭১ সালে পার্কবাহিনীর গুলিতে শহীদ হন। সেই জন্য সব সময়ই শিশু কিশোরদের প্রতি মমতাময়ী ছিলেন। এছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগ সকল নেতা ও কর্মিরা তার প্রতিটি কাজের কৃতজ্ঞতা প্রকাশ করে সমবেদনা জানান।

প্রধান মন্ত্রীর সু-দৃষ্টি চায় জনগন

প্রধান মন্ত্রীর সু-দৃষ্টি চায় জনগন




করোনা ভাইরাস কারনে সারা বাংলাদেশ অচল ও বিশ্ববাসি লকডাউন এই ভুমিাকায় সরকার বিভিন্ন কার্যক্রম নির্দেশনা দিলেও নির্দেশ মানছে না আনেক সরকারী ও বেসরকারী আফিস,এনজিও । লকডাউন থাকা মানুষ সবাই ঘরবন্ধি ও সাধারন জনগন এর ব্যবসা বানিজ্য এবং দিন মজুর, শ্রমিক, কৃৃষক, রিক্রাসা চালক ভ্যান চালক ইত্যাদি হতো দারিদ্র মানুষের সকল কর্মস্থান বন্ধ থাকার জন্য অর্থিক ভাবে সবাই অসহায় হয়ে পড়েছে। সরকারী দল হিসেবে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যা করছে তা জনগনের মঙ্গলের জন্য তার কার্যক্রম গুলো প্রশংসানীয়। দেশের বেশি ভাগ শিল্পপতি ব্যক্তিগন গা-ঢাকা দিয়ে আছে তারা যেভাবে নিরাবতা পালন করছে মনে হচ্ছে যেনও গরীব অসহায় মানুষের দূ:খ তাদের জন্য আনন্দের দিন, কোন কিছুর সু-যোগ খুচ্ছে। এমনই ভাবে কিছু অসৎ ব্যক্তিরা নিরাবতা পালন করছে। বাংলাদেশ রাজাকার এর উৎপন্নর দেশ তাই রাজাকার প্রকৃতি মানুষ গুলো আজও দিন গুনছে তাই সাধারন মানুষ যাতে এই করোনা ভাইরাস বিপদ থেকে বাচঁতে পারে তারই সু-দৃষ্টি দিন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন আফিস ব্যাংক এনজিও বিদ্যুৎ বিল এই সব কার্যক্রম যাতে সাধারন মানুষের সহা করে যাতে সল্পপরিমান ভাবে ভাগে ভাগে একএক ধাপে আল্প পরিমানে সকল বিল ভ্যাট যাতে জনগন সাধ্য অনুযায়ী দেওয়ার সুযোগ করো দিন। যাতে এই মুহুতে জনগনের বোঝা মনে না হয় তারই কার্যক্রম চলমান রেখে সকল কর্মকর্তাদের নির্দেশ দিন।