বাংলাদেশে ট্রাফিক পুলিশ আইনে জরিমানায় দিশেহারা যানবহন চালকরা।

বাংলাদেশে ট্রাফিক পুলিশ আইনে জরিমানায় দিশেহারা যানবহন চালকরা।

 



বাংলা‌দেশের যানবাহন ট্রফিক পুলিশ আইন এর জন্য হতাশায় ভুগ‌ছে সমস্ত বাংলা‌দে‌শের নাগ‌রিক পেশা‌জীবিরা।

নিয়ম অ‌নিয়ম কারন বসত ঘ‌টেযায় ট্র‌ফিক অবমাননা তার জন্য জ‌রিমানা করা হয় আকাশ সমমান টাকা। এ কেমন আইন বাংলা‌দে‌শে সা‌ধ্যের বাই‌রে থাকা জ‌রিমানা গুন‌তে হয় শ্র‌মের ঘাম ফেলা মানুষদের, ক‌স্টের টাকা সংসার এর চাল ডাল কেনার টাকা দি‌য়ে ট্র‌ফিক এর জ‌রিমানা গুন‌তে হয় চালক‌দের।

গা‌ড়ি চা‌লি‌য়ে প্র‌তি‌দিন আয় ক‌রেন ৫০০ শত টাকা মাত্র বর্তমান অবস্থায় ৫০০ টাকা আয় কর‌লে খরচ টরজ ক‌রে টি‌কে ৩০০ শত টাকা তা, দি‌য়ে সংসার এর হাট বাজার কর‌তেই হিম‌সিম খায় সাধারন জনগন। বিভিন্ন সময় গা‌ড়ি চালালে যা‌ত্রি‌দের ত‌রিগ‌ড়ির জন্য বি‌ভিন্ন স্থা‌নে গা‌ড়ি পার‌র্কিং করা হয়।

নানা সমস্যা দে‌খি‌য়ে ট্রা‌ফিক পুলিশ ধ‌রে ফে‌লে চালক কে আর জ‌রিমানা ক‌রে মামলা দি‌য়ে দেয় ২৫,০০ থে‌কে ৭০,০০০ হাজার টাকা পর্যন্ত জ‌রিমানা করার মামলার ট্র‌ফিক আইন। এমন হতাশা ভু‌ক্তি আইন খে‌টে খাওয়া মানুষদের মটর রিক্রসা ও বি‌ভিন্ন যানবাহন এর জ‌রিমানা করা হয়। এ‌দে‌শের শিক্ষা দিক্ষা মানুষ গু‌লো বড়ই পাশান হ‌য়ে গে‌ছে অন্যায় অ‌বিচার যুক্ত আইন দে‌খি‌য়ে সু‌যোগ ক‌রে দেওয়া কার‌নে জনগ‌নের ক‌স্টের টাকা গুন‌তে হয় ট্র‌ফিক মামলা জ‌রিমানা।

এ‌দে‌শে মানবতার না‌মে মানুষ‌দের গলায় সু‌রি ঠে‌কি‌য়ে আইন কে অস্ত্র‌ হিসেবে অপব্যবহারে গ‌রি‌বদের উপর জুলুম কর‌ছে একদল অসৎ ব্য‌ক্তিগন যা মাননীয় প্রধান মন্ত্রী কে অপ ব্যবহার এর মাধ্যমে অন্যায় কে স‌ঠিক বা‌নি‌য়ে গ‌রি‌বের টাকা কে‌রে নি‌চ্ছে। আমি ম‌নে ক‌রি যানবাহন আইন সংশোধন করা উ‌চিৎ এ‌তে জনগ‌ন এর উপর অমান‌বিক আচারন করা হ‌চ্ছে যা স‌ঠিক বিষয় উঠঘটন করা দরকার। ট্র‌ফিক আইন এটা নি‌য়ে জনগন অ‌নেক সমলচনা কর‌ছে, এটা আইন না, কা‌লোবাজার, তা সাদা করা দরকার।প্র‌তি‌দিন ট্রাফিক পুলিশ আইন এর অপব্যবহার করে যাচ্ছে এর ফলে যানবহন চালক সামান্য টাকা রোজগার করা ব্যক্তিরা

যে যার মতো করে বিচার চায় সৃষ্টিকর্তার কাছে কেউ বা অনেক আকুতি মিনতি করে প্রার্থনা করে যে যার সৃষ্টিকর্তার কাছে। বাংলাদেশে ট্রাফিক পুলিশ আইন, প্রধান মন্ত্রির মানবতার বিপরিত উল্টো দেশের মানুষদের কাদাচ্ছে। খেটে খাওয়া মানুষরা বলেছে আমাদের প্রাধান মন্ত্রী কে হিউম্যানেটি উপাদি দিল বিশ্ববাসি আর তার দেয়া ট্রাফিক পুলিশ আইন আমাদের সারাদিনের পরিশ্রমের টাকা কেড়ে নিচ্ছে ট্রাফিক পুলিশ।

অনেক সময় দেখা যায় তরিঘরি করে যাত্রিদের পার্কিং করে নামনোর কারনে ট্রাফিক পুলিশ এসে মামলাদেয় বর্তমান আইনে সর্বনিন্ম জরিমানা ২৫০০ টাকার একটি মামলা দিয়ে দেয় ধরিয়ে, বিবেকবান মানুষরা একবার ভাবুন বর্তমান ট্রাফিক পুলিশ আইন আমাদের দেশের মানুষদের আয়ের সাথে কতটুকু যুক্তিগত একটি গাড়ি চালক সারাদিন প্ররিশ্রম করে আয় করে ৫০০ টাকা মাত্র এর মধ্যে ২৫০০ টাকা বা ৭০,০০০ টাকার একটি জরিমানা মামলা দিলে তার পক্ষে সরকার কে যানবাহন টি দিয়ে দেওয়া ছাড়া কোন উপায় নেই।

ট্রাফিক পুলিশ আইন জরিমানা দিতে বর্তমানে মানুষ এর ঘর বাড়ি বিক্রয় করা ছাড়া কোন পথ নাই। ৭০,০০০ টাকা জরিমানা অথবা সারা বছর জারা যানবহন চালিয়ে সংসার চালায় প্রতি মাসে কম পক্ষে ৫টি করে ট্রাফিক পুলিশ আইনি মামলা হয় তবে তার বছরে কতো টাকা সরকার কেড়ে নিলো।

এই আইনটি যাদের জ্ঞানে চালু হলো তারা যে যুক্তি উপাস্থাপন করুক, আমি সেউ যুক্তিতে এই বাংলাদেশের সকল আইন একই অবকাঠামো করার জন্য মাননী প্রধান মন্ত্রী শেখ হাসিনা তার কাছে দাবি জানাই তবে আমরা এই বাংলাদেশের মানুষ বুঝব আসলে ট্রাফিক পুলিশ আইন টির কোন অসত উদ্দেশ্য নেই।