বিশ্বের সর্ব শক্তি জ্ঞান প্রায়োগ চলমান রাজনৈতি আওয়ামী লীগ দল টির।

বিশ্বের সর্ব শক্তি জ্ঞান প্রায়োগ চলমান রাজনৈতি আওয়ামী লীগ দল টির।

 



বিশ্বের সর্ব শক্তি জ্ঞান প্রায়োগ চলমান রাজনৈতি আওয়ামী লীগ দল টির।

এমন রাজনৈতি নিখুত যা বিশ্বের কোন দেশে চমকে দেবার মতো কোন দল চোখে পড়ে না। আওয়ামী লীগ দল সৃষ্টির সূচনা থেকে তার গতিবেক এতোই শক্তি চেতনা নিয়ে বলবান যা কারও পক্ষে হার মানানো সহজ নয়। দলটির শ্রেষ্ট নায়ক হিসেবে খুজে পাওয়া যায় যার নাম শেখ মুজিবুর রহমান।

তারই হাত ধরে বাংলাদের মানুষ স্বাধীনতা খুজে পেয়েছে, সে কালের মুজিব সংগঠন আর এ কালের মুজিব সংগঠন অনেকটাই ব্যতিক্রম। যদি কোন দেশ গভেশনা করে তবে বর্তমান আওয়ামী লীগ দল অবিশ্বাস্য ভাবে দলটি টিকে আছে। এদেশের নদী যেমন একপাশ ভাংঙ্গে অন্য পাশ গড়ে তেমনি এই দলটির ও অবস্থা একই রকম। একজনে গড়ে আর সবাই মিলে ভাঙ্গে যার প্রতি ফল এদেশের জনগন অতভূত সময়ের মধ্যে দিন কাটাচ্ছে কখনও চাঁদ কে ধরে ফেলেছে এমনই মনভাব কিন্তু ঘুম ভেঙ্গে উঠে দেখে তার মাথার নিচের মালিশ টি নেই এমন টাই।

কেউ জনওগন এর প্রতিসূত্রি অনুসড়ে কাজ করে সুনাম অর্জন করতে চায় আবার অন্য জন এসে তা মরুভূমিতে পরিনত করে। এদেশে উন্নয়ন মূলক হাজার কোটি টাকা বাজেট পাশ হলেও নির্ম্মান কাজ শেষ হবার আগে তা মাটির ঘরের মতো ধাক্কা দেবার আগেই নড়ে পড়ে যায় দেশে কাগজের ঘড় তৈরি হচ্ছে লক্ষ কোটি টাকা দিয়ে। আজ তৈরি করল কাল তা ভেঙ্গে পড়ে যায়।

শুধুই দেশে উন্নয়নের হাজার কোটি টাকা বিলপাশ আর কাজ শেষ করার আগেই তা পকেটেই চলেই আসে। এদেশের মাননীয় প্রধান মন্ত্রী কতো কষ্টো করো জ্ঞান ঘাটিয়ে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে এদেশ কে সোনার দেশ গড়ার লক্ষে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু পরিশেষে প্রতিটি উন্নয়ন কাজ গুলো কাগজ এর মতো ছিড়ে যাচ্ছে।

নেস্ত্রী এক দিগ দিয়ে গড়ে অন্য দিক দিয়ে তা হাওয়া উড়ে যায়। দেশ টির এমন অবস্থা বিরাজ করছে যে কোন মুহুতে মাটির ঘরের মতো ভেঙ্গে পড়তে পারে। চলমান রাজনীতি এতোই কঠিক যা, সা্ধারন মানুষ বিপদ গ্রহস্থ এতো টাকা ইনকাম করলেও টাকার কোন মূল্য নেই ৫০০ টাকা ১০০০ টাকা রোজগার করলে তাতেও পরিবার নিয়ে চলা হতাশায় দিন কাটাতে হয়। এদেশে এমন হচ্ছে ১ কিলো পথ পাড়ি দিতে হলেও ১০০ টাকা খরচ হয় আয়ের চেয়ে ব্যয় বেশি।

দেশে রাজনীতির অপশক্তির প্রায়োগ এতো বেড়ে চলছে যা যার যার অবস্থানে দিক দিয়ে কেউ থেমে নেই । এতো কলা কৈশাল যা সাধারন মানুষ এর উপলদ্ধি করা সম্ভাব নয়। সাধারন মানুষ শুধু তখনই দেখতে পায় যখন কোন কিছু ভেঙ্গে প্রাকাশ পায়। তাই দেশ উন্নয়ন কাজে মাননীয় প্রধান মন্ত্রী যতো রাত দিন শ্রম দিক না, কোন লাভ নেই তার সব কিছুই বৈহি প্রকাশ পাবে যক্ষন ক্ষমতা থাকিবে না। প্রধান মন্ত্রী যদি সকল দায়িত্ব ব্যক্তিদের অর্থ সম্পদ এর খোজ খবর রাখেন তবে তিনি তার অমূল্য রত্ন ব্যক্তিদের খুজে পাবেন।

দেশের মানুষদের নজর বন্ধি করে রাখলেও আপনার চার পাশের মানুষের খোজ নিয়ে দেখেন আসলে আপনার কর্মকান্ডের আসল শত্রু কে। আমার প্রধান মন্ত্রীর কাছে প্রশ্ন এটাই আপনার অক্লান্ত পরিশ্রম মূল্য টা কি ? বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্থবায়ন করা এ ছাড়া আর কিছু নয়। কিন্তু আপনার স্বপ্ন সবই তো মাটি যা করেন তা, এদেশের মানুষ দের কোন কল্যানে কাজে আসছে না।

তাই যা করেন তার পরিপূর্নতা বৈহি প্রকাশ করার দৃষ্টি নজর রেখে কাজ করেন। বঙ্গবন্ধু তো এদেশের মানুষদের যা করেছেন তা, মানুষের হৃদয়ে আছে কিন্ত বর্তমান কার্যক্রমে তা এদেশের মানুষের বিশ্বাস হাড়িয়ে যাচ্ছে। ক্ষমতা বেশি দিন থাকার চেয়ে সু-নিবিড় ভাবে জনগন এর সঠিক দৃষ্টি দিক নিদের্শন শিখাতে পাড়লে সেটাই চলমান থাকবে এমন কর্ম অধ্যায়ন করে কি লাভ যা, ক্ষমতা থেকে চলে গেলে সব কিছু ভুলে যাবে। মাননীয় প্রধান মন্ত্রী আপনি জানেন ও বুঝেন কোন কাজ করলে বঙ্গবন্ধু কে সাধারন মানুষ খুজবে সে এদেশের একজনই নেতা ছিল তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান


Md Rakib Mollah

করোনা টিকা  সমস‌্যা গুলো

করোনা টিকা সমস‌্যা গুলো

 

বাংলা‌দে‌শের অনেক জনওগন ভোটার অাই‌ডি, না থাকায় ক‌রোনা টিকা নিবন্ধন কর‌তে পার‌ছে না। অাবার অ‌নে‌কের পাস‌পোট থাকা স‌ত্যে পাস‌পোট অনলাইন না, না করার কার‌নে তারাও নিবন্ধন কর‌তে পার‌ছে না। কারও জন্ম নিবন্ধন ক‌পি অা‌ছে তা‌দের ব‌য়েস ৩০ বি‌ভিন্ন দূরঘটনার কার‌নে তারা ভোটার হ‌তে পা‌রে‌নি তারাও নিবন্ধন কর‌তে পার‌ছে না। অবার অ‌নে‌কের ব‌য়েস ২৫ এর বে‌শি কিন্তু সা‌র্টিফি‌কেট ও অাই‌ডি কা‌র্ডে ব‌য়েস কম থাকার কার‌নে নিবন্ধন কর‌তে পার‌ছে না। এই রকম বি‌ভিন্ন সমস‌্যা থাকার কার‌নে ক‌রোনা টিকা নিবন্ধন কর‌তে পা‌রে নাই তাই এই সকল ব‌্যক্তি টিকা গ্রহন কর‌তে চাই‌লেও তারা টিকা পা‌চ্ছেনা তাই এ ব‌্যাপা‌রে কি কি পদ‌ক্ষেপ নি‌লে তারা টিকা গ্রহন কর‌তে পার‌বে। এই সকল বিষয় দৃ‌ষ্টি দেওয়ার জন‌্য সরকা‌রি কর্মকর্তা‌ দের বি‌শেষ অনু‌রোধ জানা‌চ্ছি যা‌তে, যারা এই সমস‌্যা ভুক্তভু‌গি ব‌্যক্তিগন টিকা গ্রহ‌নের সহ‌যো‌গিতা পায় সে বিষয় অবলম্বন করুন।