বরিশালে আওয়ামী'লীগ দলের সিটি মেয়র প্রার্থী মনোয়ন পেয়েছেন খোকন সেরনিয়াবাত।

 বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত




বরিশাল সিটিতে এবার চমক দিয়েছে মাননীয় প্রাধান মন্ত্রী শেখ হাসিনা।

দির্ঘদিন পর বরিশালের মানুষের মধ্যে আবারও আনন্দের উল্লাস বয়েছে বরিশাল মহানগর আওয়ামী'লীগের। বর্তমানে মানুষের মধ্যে যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে তাতে বোঝা যায় খাচা বন্ধি পাখি ছাড়া পেয়ে বরিশাল বাসির মধ্যে আনন্দের জোয়ার বয়েছে। বরিশালের সকল মানুষের কাছে শোনা যায় মাননীয় প্রাধান মন্ত্রী শেখ হাসিনার প্রশংসায়, তার গুনগুন সাধারন মানুষ থেকে সকল দলের মানুষই প্রশংসার কথা শোনা যায়। চৈত্র মাসের রোদ্রর তাপে যে রকম মাটি খাখা করে তেমনি বরিশাল বাসির মধ্যে এক ধরনের অত্মগোপন কষ্টের চাপা নিশ্বাস ছিল। কেন বা এ রকমের সমস্যার মধ্যে মানুষ কাটিয়েছে তা, এখনও মুখ ফুটে বলতে চায় না তবে তারা এতা টুকু বলে যে আমরা বরিশাল বাসি এক ধরনের বালা মছিবাদ এর মধ্যে ছিলাম তা, কেটে গেছে তাই আমরা শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।  বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত তার সকল কর্মে প্রতিটি মানুষের কাছে প্রশংসা করছে সকল ধরনের মানুষ। সাধারন মানুষ বলে যে আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত একজন উপযুক্ত প্রর্থী তার সিটি মেয়র হিসেবে দেখতে পেলে আমাদের বরিশাল মরহুম সাবেগ সিটি মেয়র হিরন এর মতো আবার উন্নয়ন হবে। তিনি একজন ভদ্রমানুষ আশা করা যায় যদি তিনি ভাল মানুষদের অনুস্বরন করে সাধারন মানুষদের কথা ভেবে সকল কল্যান মূলক মানুষের পাশে দাড়ায় তবে তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সুনাম অর্জন করবেন। সাধারন মানুষের কথা প্রধান মন্ত্রীর চিন্তা ধাারা সাধারন মানুষের জন্য তাই তিনি একজন বরিশাল সিটি নির্বাচনে যোগ্য প্রার্থীকে নিবার্চন করেছেন। আর বরিশাল মহানগ আওয়ামী'লীগ এর মধ্যে এক প্রান যেগে উঠেছে যে এর আগে মানুষ প্রকাশ করেনি এখন তা, প্রকাশ করছে। তাই এক কথায় বলা যায় বরিশাল সিটি মেয়র নির্বাচিত প্রার্থী একটি বিশেষ চমক দিয়েছে মাননীয় প্রধান মন্ত্রী।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ