কোঠা সংস্কার আসলেই কি যুক্তিগত কোন আন্দলন হতে পারে ???
বাংলাদেশের সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি রাখছি। যে কোন আন্দলন এর পাশে দাড়ানো উচিত নয়। আপনাদের জ্ঞান দিতে চাই না শুধু কিছু কথা বলি .... দেশের জন্য যারা জীবন দিয়েছে যারা এই বাংলার নারীদের সম্মান রক্ষা করেছে ও নারীরা বিভিন্ন ভাবে তাদের ইজ্জত এর বিনীময় পার্কবাহিনীদের ধংশ করেছে এই সকল মুক্তিযোদ্ধা পরিবার তাদের জন্য বিগত সরকার কোন সাহায্য করে ছিল বি এনপি সরকার। কিছুই দেয়নি তারা সব কিছু লুটে খেয়েছে, আজ আওয়ামী লীগ সরকার পাশে দাড়ানোর চেষ্টা করছে কিন্তু বি এনপি সরকার একটি অদক্ষ্য সংগঠন যার প্রমান এই আর কোন ইসু-তাদের মাথায় খাটেনা একটা রাষ্টো বিরোধী কাজ করছে। আওয়ামী লীগ সরকার কি এগুলো নিজে ভোগ করার জন্য চালু করছে মুক্তিযোদ্ধা তো বি এন পি দলের ভিতরেও আছে, তারাও সেই সু-যোগ পাচ্ছে। সকল সাংবাদিক ভাইয়েরা আপনারা একটু ভাবুন এই সরকার যা করছে সকল জনগনের জন্য করছে তাই সরকার এর ভাল কাজে বাধা সৃষ্টিকারীর পাশে থাকা উচিত নয়। মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখার শেষ নেই.. এতো লেখার আমি সময় দিতে পারছিনা তাই আল্প কথায় শেষ করতে চাই। সকল সাংবাদিক ভাইয়েরা ভেবে দেখুন মুক্তিযোদ্ধাদের আমাদের বিপক্ষে থাকা উচিত তাদের জন্য আমাদের কিছু করার আছে যদি থাকে তবে আমরা ভাল পক্ষে পাশে থাকি আর খারাবদের সু-যোগ দিবনা তবে আমরা আমাদের দেশ কে এগিয়ে নিয়ে যেতে পারব।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন