আমরা স্বাধীনতাকে অস্বীকার করতে পারি ? আমরা এই বাংলার মুক্তিযোদ্ধাোেদর অস্বিকার করতে পারি ? যাদের জীবনের বিনিময় আজ এখন পযন্ত মুক্ত অকাশে ঘুরে বেড়াই। যাদের পরিবার যুদ্ধ করতে গিয়ে তাদের বাবা,মা, ভাই, বোন, স্বজন হাড়িয়েছে তাদের অধীকার মুছে ফেলতে পারি? কেমন এ স্বার্থপর আন্দলন নিজেদের স্বার্থের জন্য মুক্তিযোদ্ধাদের অধীকার মুছে ফেলতে চাওয়া এটা রাজাকার পরিবার ছাড়া আর কেউ বলতে পারে না। তাই তো আজ মনে হচ্ছে রাজাকার তাদের কর্মকান্ড কেমন ছিল, তারা সব সময় লোভী ছিল, এই বাংলায় যখন পার্কবাহিনীরা এদেশের মানুষদের যখন হত্যা করে তখন রাজাকার সে সময় তাদের সাথে কুশ্যল করে। এবং মুক্তিযোদ্ধাদের পরিবারদের ধরে নিয়ে পার্কবাহিনীদের হাতে তুলে দেয় তাদের সামনে পার্কবাহিনীরা মুক্তিযোদ্ধা পরিবারদের গুলি করে হত্যা করে ও নাড়ীদের নিযার্তন করে হত্যা করা হয় এমননি ভাবে এদেশের মুক্তিযোদ্ধারা প্রান দেয় আর তখন সেই রাজাকাররা টাকা ও ধন সম্পদ লুট করে পার্কবাহিনীর সাথে রং তামাসায় লিপ্ত থাকে। আজ সেই রাজাকার পরিবার সন্তান গুলো উচ্চ স্বরে মুক্তিযোদ্ধাদের বিরোধী করে, এদের কি করা উচিত
0 মন্তব্যসমূহ