তার মধ্যে ২,রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ২৩ বছর উৎযাপন করতে বরিশাল মহানগর ও জেলা অাওয়ামী লীগ এর উদ্দ্যোগে বরিশাল সদর কে অালোকিত করে লাল, নীল,সবুজে রাঙিয়েছে।
বাংলাদেশ অাওয়ামী লীগ সরকার ১৯৯৬ সনে নির্বাচনে বিজয়ের পর দেশ পরিচালনায় দায়িত্ব গ্রহন করেন।
এর পার্বত্য জেলার পরে দির্ঘস্থায়ী সংঘাতের শান্তি চুক্তির বাস্থবায়ন করার লক্ষে উদ্যোগ নেয়।
বাংলাদেশের সংবিধান অনুসরন করে গনতন্ত্র বাংলাদেশ সরকারের মধ্যে কয়েক দফা সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপের সকল সমাপ্তির পর ১৯৯৭ সনে ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির ব্যাপরে বরিশালের গভির সম্পর্ক অাছে।
সেই সময় জাতীয় সংসদের চীপহুইপ এবং বরিশাল জেলা অাওয়ামী লীগের সিংহ পুরষ অাবুল হাসানাত অাবদুল্লা
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর পক্ষে পার্বত্য চট্রগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে শান্তি চুক্তি করেন জেলা অাওয়ামী লীগ এর সভাপতি অাবুল হাসানাত অাবদুল্লাহ
শান্তি চুক্তির বাস্থবায়ন হওয়ায় বারিশাল অাওয়ামী লীগ গত ২২ বছর যাবত অাড়ম্বর পূর্ন ভাবে পার্বত্য শান্তি চুক্তি পালন করে অাসছেন।
২,রা ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি উপলক্ষে সকালে অাওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও দলীয় পাতাকা উত্তোলন এবং বিকেলে দলীয় কার্যালয়ে অালেচনা সভা ও দোয়া মোনাজাত অায়োজন করেন জেলা ও মহানগর অাওয়ামী লীগ।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন