কিছু কিছু সমাজ সেবক আছে যারা গরীব মানুষদের যাকাত ও কাপড় বিতারন করে সবাই কে দেখাবার জন্য কিন্তু পরে অন্তর পুরে ছাই হয়ে যায়। আসলে এমন কেউ যদি থেকে থাকেন তাদের মানুষ দেখাবার জন্য তাদের যাকাত হবে না। যা কিছু দিবেন মন থেকে হাসি মুখে দিবেন, মন থেকে ইচ্ছে যাকাত দেবার ইচ্ছে না, হলে যাকাত দিবেন না। আল্লা আপনাকে যোর করেনি দিতে দিলে আপনারই লাভ হবে। বাংলাদেশের মানুষ গরীবদের যে যাকাত এর সামগ্রহি দেওয়া হয় তা হল একে বারে কম টাকার পন্য যা তারা রুমাল ও ব্যবহার করে না। আমি দির্ঘ দিন ধরে দেখে আসছি যে, যাকাত এর জন্য আলাদা ভাবে পন্য গুলো তৈরি করা হয় যা দোকানে গিয়ে বললেই পাওয়া যায় এক নামে। আসলে একবার ভেবে দেখুন আপনার যাকাত কি পূর্ন হয়েছে যাকাত সম্পকে ভাল না যানলে জেনে নিবেন। অর্থ ব্যয় করলেন কিন্তু কবুল হল না, তবে দিয়ে কি লাভ। যে পন্য আপনার কাছে ভাল লাগবে না তা, অন্য গরীব মানুষদের দিলে যাকাত হবে না। অধিক দামি জিনিস নয় পন্য গুলো হতে হবে মানসম্পন্য।
0 মন্তব্যসমূহ