বিশ্বের মধ্যে আই এস হল, আন্তজাকি মুসলিম বিরোধি দল এরা কোন জাতি তা প্রমান পাইনি। তাদের উদ্দেশ্য হল সারাবিশ্ব যাতে মুসলিমদের খারাপ ভাবে বা খারাপ দৃষ্টিতে দেখে সেই চক্রান্ত মুলক কাজ করে। আজ সারাবিশ্বে তারা মুসলিম কে জঙ্গি বানিয়েছে, যাতে সাধারন মানুষ মুসলিমদের ঘৃনা চোখে দেখে। ওরা যদি সত্যিকার আইএস বা মুসলিম ধারমিক হতো এভাবে সাধারন মানুষদের হত্যা করত না। যে হত্যার গুরু তাকে ধংশ করত, অার মুসলিম কোরআনে বলে নাই যে উপাসনা করে সে যাকে করুক ধর্ম নিয়ে কোন বাড়া বাড়ি নয়। কখনও দেখা যায় তারা মসজিদ ও ধংশ করে এটাও আইএস কিন্তু তারা কোন ধর্ম পালন করে। তাই অামি মনে করি অান্তজাতিক কোন বড় চক্রান্ত যাতে সাধারন মুসলিমদের উপর সাধারন অন্য ধর্ম মানুষ মুসলিমদের উপর আক্রমন করে যাতে তারা মুসলিম মানুষদের ঘৃনা চোখে দেখে। এমনিতেই দেখা যায় সারাবিশ্বে অন্য ধর্মের মানুষ এমনে এমনেই মুসলিম ধর্ম গ্রহন করছে, তাই দেখে কিছু শয়তান মানুষ খেপে যায় এটা তারা মানতে পারছেনা। আইএস কোন মুসলিম সংগঠন নয় তারা বিশাল শক্তির খাটায় ভাল কোন কাজে নয় যে শক্তি প্রয়োগ করে যাতে মুসলিমদের অন্য ধর্মের মানুষ ঘৃনা করে। আই এস যদি মুসলিমরা চালাত তবে তারা বাচঁতে পারত না। তাই অামি এটাও বলতে চাই কোন মুসলিম জাতি এদের সাথে সম্পর্ক করবেন না, এরা মুসলিম জাতি কে ধংশ করার বিশাল আন্তজাতিক চক্রান্ত। অন্য ধর্মের সাধারন মানুষ যাতে মুসলিমদের ঘৃনা করে, তাদের মাঝে কোন ভাল সম্পর্ক না, থাকার জন্য একটি চক্রন্ত। আইএস যারা বা বর্তমান আইএস নামে যে পরিচিত এটা কারা পরিচালনা করে একবার ভেবে দেখেন খুজে পাবেন এর মূল রহস্য, কোন মুসলিম দেশ এদের সাহায্য করলে এরা নিজেরাই চলতে পারবে না। তাই মুসলিমদের বলতে চাই এদের সাথে সম্পর্ক করা হবে চরম ভূল। যদি তাদের ইসলামের কোন ভাল উদ্দেশ্য থাকত তবে সাধারন মানুষ না মেরে মূল দোষিকে এটাক করতো যারা সাধারন মানুষ তাদের মারলে কি হবে যে গুরু তাকে মারে না, তার মানে মুসলিমরা যাতে একটা চক্রন্ত মধ্যে আটকা পরুক সেটা তাদের উদ্দেশ্য যে বিশ্বে অনেক বড় বড় মানুষ গুলো এখন ইসলাম গ্রহন করছে, সেটা তাদের কষ্টো দেয় তাই তারা মুখ প্রকাশ করতে না পারায় তারা অন্তজাতিক শক্তি ও জ্ঞান প্রয়োগ করছে। তারা প্রয়োজনে নিজেদের ধর্মের মানুষদের মেরে এখন মুসলিম জাতির উপর খেপিয়ে দিচ্ছে। যাদি যুক্তরাষ্টো চায় তবে অাইএস কোথাও বের হবেনা, তবে বের হবে না। তাই মুসলিমদের বলতে চাই আইএস হবার আপনাদের দরকার নাই, এটা একটি অন্তজাতিক চক্রান্ত এতে আপনার আমার কোন উপকার আসবেনা। সন্ত্রাস হয়ে কোন লাভ নেই, পারলে জনগনের নেতাহন সেই পথে এগিয়ে যান।
0 মন্তব্যসমূহ