ইতিহাসের পাতার এই শ্রেষ্ঠ কিশোর বাঙালী ! আমরা ভুলতে চাইলেও ভুলতে পারবনা সেই পুরোনো দিনের কথা। আজ আর এক কিশোর যোদ্ধার কথা, এই বিজ্ঞাপন টি পড়ে আমাদের অনেক কিছু শেখার আছে। স্বাধীনতা কি ? আসলে ওর ভিতরে সৃস্টি কর্তাদানের এক প্রতিভা জাগ্রত করে ছিল, আমি এই কিশোর এর সন্ধান জানতে চাই সরকার এর কাছে আকূল আবেদন জানাই এই ছেলেটির পরিচয় আমাদের সকল জনগন এর জানা দরকার। এই কিশোর শহীদ মুক্তিযোদ্ধার পরিচায় আমরা জানতে চাই।
তখন ১৯৬৯ সাল।
এই বাচ্চা ছেলেটার নাম আদৌ জানা যায়নি।
ঢাকায় প্রতিটি রাজপথে মিছিল চলছে। হঠাৎ এই ছোট্ট নাবালক শিশু মিছিলের সামনে চলে আসে, ওকে সামনে রেখেই মিছিল আগাতেই থাকে। এক সাংবাদিক এই ছবিটা তোলার পর ২য় ছবি তোলার জন্য রিল টানতে গিয়ে হঠাৎ বিকট গু/লি/র শব্দ হয় তারপর তাকিয়ে দেখে ছেলেটার বুক ঝাঁঝরা করে দিয়েছে মিলিটারিরা।
বাচ্চা ছেলেটার ২য় ছবি আর তোলা হয়নি।
(সুত্রঃ রাশিদ তালুকদার, তৎকালীন ফটোসাংবাদিক)
'৩০ লক্ষ' শহীদদের মধ্যে একটি মাত্র 'গল্প' এইটি।
স্বাধীনতার ওজন বুঝতে হবে। শুধু নামমাত্র গদ্য রচনা করলেই হবেনা।
আসুন এই বিজয়ের মাসে গভীর শ্রদ্ধার সঙ্গে এদেরকে স্বরন করি।
লেখাঃ গিরিধর দে।
বিজ্ঞাপন টি রংতুলি ফেসবুক গুপ থেকে নেওয়াহয়েছে।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন