Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

গোপাল পৃ‌থিবী নি‌য়ে ভাব‌ছে


 গোপাল পৃ‌থিবী নি‌য়ে ভাব‌ছে

রাজা ব‌লে গোপাল  তু‌মি কি ভাবছ

গোপাল ব‌লে, মহারাজ অাপনি কি পা‌রেন

অার কি পা‌রেন না।

রাজা ব‌লে, অামার রাজ‌্য সকল কর্মস্থল বন্ধ কর‌তে পা‌রি।

অা‌মি রাত অার দিন ঘটা‌তে পা‌রি না।

রাজা ব‌লে অা‌মি এখন সকল কিছু অচল করব এটা যে পর্যায় যায় দেখব

গোপাল ব‌লে, মহারাজ এক‌টি ফস‌লের ক্ষেত্র

ফসল তৈ‌রি করা য‌তো সময় লা‌গে তার চেয়ে কম সময় লা‌গে ফসল গু‌লো ন‌ষ্টো করা।

তাই গোপাল ব‌লে, মহারাজ এখন ভাল মন্দ অাপনার হা‌তে চাই‌লে অাপ‌নি মহান হ‌তে পা‌রেন অাবার শয়তান ও হ‌তে পা‌রেন।

অার অাপনার কর্মই ব‌লে দি‌বে অাস‌লে অাপ‌নি কি?

রাজা ব‌লে, অা‌মি এখন ও দের ভাগ‌্য লিখ‌তে পা‌রি অা‌মি যা চাইব তাই হ‌বে, গোপাল তু‌মি কি তা, মানো।

গোপাল ব‌লে, মহারাজ ভ‌বিষ‌তে অাপনার শ‌ক্তি কি রুপ ধারন কর‌বে বা অাপনার মৃত‌্যু কেম‌নে হ‌বে তা স‌ঠিক বল‌তে পার‌লে অাপনা কে শ্রেষ্ঠ মহারাজ ম‌নে করব।

রাজা ব‌লে, মাত্র শ্রেষ্ঠ 

গোপাল ব‌লে, মহারাজ সাম‌নে দু‌টি গাছ দে‌খেন তার ম‌ধ্যে এক‌টি গাছ মি‌ষ্টি ফল দেয়

অার অন‌্যটি ফ‌লে কোন সাধ নেই। তাই ঐ গাছ টি কেউ জন্ত‌্য না করার কার‌নে ও অা‌স্তে অা‌স্তে শু‌কি‌য়ে যা‌চ্ছে। অার অন‌্যটি লো‌কে ফল খে‌য়ে অারও ফল বে‌শি পাওয়ার অাশায় মানুষ গু‌লো সর্বরকম ভা‌বে জন্ত‌্য কর‌ছে অার গাছ‌টি সবুজ রং‌ঙ্গে রা‌ঙ্গি‌য়ে অা‌ছে। 

মহারাজ এখন অা‌প‌নিই বলুন অাপ‌নি কোন গাছ‌টি অাপনার ম‌তো ক‌রো ভাব‌ছেন ???????

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ