বরিশাল শহরে ৩০ টি ওয়ার্ডে বয়স্ক ভাতা ভোগিদের বই বাদ পরে গেছে অনেক অসহায় পরিবার বয়স্ক মানুষের। এই নিয়ে দুরচিন্তায় কাটাচ্ছে বরিশাল শহরের নগরবাসী। দেখা যাচ্ছে অনেকের বয়েস হয়েছে ৭০\৬৫ এর ও বেশি কিন্তু ভোটার অাইডি কার্ডে বয়েস কমিয়ে রাখার জন্য প্রপ্ত বয়েস্ক হয়েও এবার বয়েস্ক ভাতা থেকে, যাচাই বাচাই করার কারনে অধেকেরও বেশি বয়েস্কভাতা ভোগিদের বাদ করে দেওয়া হয়েছে। অামি বেশ কিছু ওয়ার্ডে জরিপ করে দেখেছি
অনেকের ভোটার অাইডি কার্ডে যার বয়েস ৮০ বছর বাস্তবে বা তার বয়েস ৪০ থাকা সত্যেও সে এখন প্রবীন ব্যক্তি সে বয়েস্ক ভাতা ভোগ করতেছে কিন্তু যে প্রপ্ত বয়েস্ক তার ভোটার অাইডিতে বয়েস কম থাকায় সে যুবক ও যুবতী। তাই এখন বয়স্ক ভাতা যারা পাবার যোগ্য তারা এখন অযোগ্য প্রমানিত হয়েছে। এই বিষয় টি বিবেচনা করার জন্য মেয়র মহোদয় দয়ার পাত্র,বয়েস্ক ভাতা প্রত্যাসীরা। বর্তমান মানুষ এর ৫৫ বা ৬০ বছর দারিদ্র পরিবার এর মানুষ গুলো এমনিত অসহায় অবহেলিত বেশি ভাগ মানুষেরই মৃত্যু হয়। মানুষের গড় অায়ু ৬০ বছর তাই এর চেয়ে বয়েস্ক প্রবীন মানুষ খুজতে হলে কবর স্থানে গিয়ে বয়েস্ক ভাতা ভোগিদের খুজতে হবে। বর্তমানে বয়েস্ক ভাতা সেবা নামে যে দূরনীতি হচ্ছে, সে ব্যাপারে জনগন অসন্তুষ্ট । নতুন নিয়ম নিতি করায় বাদ পড়ে গেল সত্যি কারের প্রবীন বয়েস্ক মানুষ গুলো যার জন্য অাশা করে পথ চেয়ে বসে অপেক্ষায় ছিল অনেক অসহায় পরিবার এর অসুস্থ থাকার মানুষ গুলো, যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার ও দয়ার চেষ্টার অনুদান বয়েস্ক ভাতা থেকে বনচিত হয়েছে অনেক মানুষ। তাদের দোওয়া ও ছিল প্রধান মন্ত্রীর পরিবার এর জন্য অাজ বয়েস্ক ভাতা থেকে বাদ পরে তাদের বুকের ভিতর থেকে কষ্টের কান্না চলে অাসে। তাই বয়েস ৬৫\৭০ হলেও ভোটার অাইডি কার্ডে যারা বয়েস্ক তাদের বয়েস হয় নাই অার যাদের বয়েস হয় নাই তাদের ভোটার কার্ডে বয়স প্রবীন। তাই অামি সরকারী সকল দায়িত্ব ব্যক্তিদে দৃষ্টির সুদিষ্টি কামনায় অসহায় প্রবীন মানুষের জন্য একটু মানবতার দিক দিয়ে হাত বাড়ানোর জন্য বিশেষ অাহাবান জানাই যতে পূর্নরায় সচোখে দেখে সঠিক প্রবীন ব্যক্তিদের বয়েস্ক ভাতা প্রধান করুন।
0 coment rios:
একটি মন্তব্য পোস্ট করুন