Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

এ-বি-এস সোসাল সোস্যাইটি


 আমাদের বাচঁতে সেখা সামাজিক স্বেচ্ছাসেবি সংস্থা:

ব‌রিশাল বা বাংলা‌দে‌শের ভিক্ষুক সহায়তা মুক্তকরন কা‌জে কাজ করার জন্য স্বেচ্ছা‌সে‌বি হিসেবে যোগদিন। মানবতার হাতবাড়িয়ে এগিয়ে আসুন গঠনমুলক ভাবে আসহায় মানুষদের নিয়ে কাজ করলে-অসহায় ব্যক্তিদের সংখ্যা কমানো যায় কিন্তু মানুষ দেখানো সাহায্য করলে সেই ব্যক্তি নিজেকে লাভবান করার উদেশ্য থাকলে এই সকল সাধারন মানুষদের দু:খ মোছানো সম্ভাব নয়। আমাদের লক্ষ উদ্দেশ্য হল অসহায় মানুষদের অভাব স্থায়ীভাবে দূরকরন। বর্তমানে অনেক সংস্থা এগুলো নিয়ে অনেক কাজ করতেছেন তাদের সঠিক ভাবে উদ্দেশ্য না থাকায় ভিক্ষুক অসহায় মানুষদের কোন উপকার হচ্ছে না, হয় তো বা অনেকে ৫০০ টাকার একটি খাদ্য পন্য সামগ্রী দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন ছবিতুলে এর সমপ্তি শেষ করেন কিন্তু এর উপকারিতা কিছুই হল না। আমাদের লোক দেখানো ভিক্ষুক অসহায় মানুষদের সেবা বন্ধ করতে হবে তার সাথে সঠিক পদক্ষেপ গ্রহন করতে হবে। আসুন আমার সাথে যারা একমত ও স্বেচ্ছা সেবি হিসেবে কাজ করতে চান বা সাহায্য করতে চান আমাদের -এ‌বিএস সোস্যাল সোসাই‌টি সংস্থায় সদস্য হওয়ার জন্য অমন্ত্রণ রইল। আমাদের লক্ষ্য হল স্থায়ীভাবে অভাব দুরকরন চেষ্টা। আমরা ইতিমধ্যে অনলাইনের মাধ্যমে প্রতিরোধ ব্যবস্থা গ্রহন করছি যারা আমাদের সাথে স্বেছাসেবি হিসেবে কাজ করতে চান তাদের জন্য অমন্ত্রণ রইল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ