Monday, July 18, 2022

আগামী কাল থেকে চলবে না সাইকেল লাগবে নাম্বর প্লেট। ???

 


আগামী কাল থেকে চলবে না সাইকেল লাগবে নাম্বর প্লেট। ???

বল্টু মিয়ার স্বপ্ন দেখা একটি পত্রিকায় ছাপানো লেখা হয়েছিল। সাইকেল চালাতে হলে লাগবে নাম্বর প্লেট, কেন লাগবে কির জন্য লাগবে, এটা নিয়ে গোলমাল শুরু হলো। একটি ছোট মটর গাড়ি বর্তমানে ১৫/২০ হাজার টাকায় কিনতে পারা যায় কিন্তু একটি ইনঞ্জিন ছাড়া সাইকেল তাত্ত ২০/৩০ হাজার ও আছে বা এর চেয়ে আরো দামের সাইকেল হতে পারে। সকল যানবহন থেকে শুরু করে নাম্বর প্লেট আছে কিন্তু সাইকেল এর কোন নাম্বর প্লেট নেই যেমন ধরেন ঠেলা গাড়ি সেটাও নাম্বর প্লেট আছে, সরকার চিন্তা করল দেশের সড়ক পথে সাইকেল ৪০% লোকে চালায় এদের জন্য যানজট ও সৃষ্টি হচ্ছে সরকার এই সাইল থেকে সড়ক পথের জন্য কোন আয়ের উতর্স পাচ্ছে না। কিন্তু বেশি কম হলেও সড়ক পথ ব্যবহার করে এদিকে দেখা যাচ্ছে দেশের ভিতরে বাইসাইকেল এর নাম্বর প্লেট না থাকার কারনে হাজার হাজার সাইকেল চুরি হলে ভুক্তভুগিরা কোন ভাবে সনাক্ত করে খুজে পাচ্ছে না কিন্ত তার সাইকেল ২ দু মাস পড়ে তার সামনে দিয়ে চালিয়ে গেল ক্নিতু সে কোন ভাবে বুঝতে পারল না, যদি নাম্বর প্লেট থাকত আর মটর সাইকেল এর মতো সাইকেল এর ও নাম্বর হতো তবে চুরি হলে সহজে সনাক্ত করা যেত আর ট্রারাফিকরা কর্মব্যস্ত থাকত বল্টু ঘুমের ঘরে দেখে ট্রাফিক তার সাইকেল এর নাম্বর প্লেট চেক করছে আর বলছে কাগজ দেখাও এর মধ্যেই বল্টুর ঘুম ভেঙ্গে গেল বল্লো কিসের কাগজ,,, চারিদকে
তাকিয়ে দেখে সে বিছানায় ঘুমিয়ে আছে......

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: