Ticker

Ad Code

Responsive Advertisement

দে‌শের সম্পদ লুট ক‌রে স‌ম্প‌দে হাবুডুবুতে প্রান উপ‌ভোগ ক‌রে

আমি এমন কিছু আই‌নের সূচনা জা‌নি তা, অ‌নে‌কে খুজ‌তে খুজ‌তে হয়রান হয়ে যা‌বে।
শুরু করলাম; বি‌শ্বে সমাজ রক্ষা ও সামা‌জিক ভা‌বে বেচে থাকার জন্য নি‌তিমালা বা বিধান তৈ‌রি হয়। তাই সকল দে‌শে এর নিয়ম গু‌লো মে‌নে চ‌লে। ন্যায়, অন্যায়, ও অ‌ধিকার নি‌য়ে বি‌শ্বের আইন নী‌তিমালা। কিন্তু এমন কিছু ব্যপার বা বিষয় আছে, যা রা‌ষ্ট্রের জনগন এর অ‌ধিকার বিধান থাকা দরকার ছিল কিন্তু সে রকম কোন আইন নেই। ম‌নে ক‌রেন আপ‌নি যে দে‌শের জনগন সেই দেশ খ‌নিজ সম্প‌দে ধ‌নি হ‌য়ে গেল তখন রা‌ষ্ট্র আপনা‌কে কোন কিছুই পোদান কর‌লো না, কিন্তৃ কিছু সংখ্যাক লোক তাহা ভোক কর‌ছে, তখন কিভা‌বে সে তার অ‌ধিকার গ্রহন কর‌বে। যে খা‌নে কোন এ বিষয় কোন আইন নেই, কিন্তু এটা সেই দে‌শের জনগন এর তা‌দের অধিকার আছে, এর অ‌ধিকার কি আই‌নের মাধ্য‌মে পাওয়া সম্ভাব। আইন তো ন্যায় এর প‌ক্ষে ত‌বে আইন কি তার দা‌বি সামর্থন দি‌বে। সামান্য কিছু লোক ভোগ ক‌রে যা‌বে, কিন্তু এটা তো রা‌ষ্টের কোন স‌ঠিক প‌রিকল্পনা হ‌তে পা‌রেনা। সামান্য কিছু লোক, রা‌ষ্ট্রের সম্পদ ভোক কর‌বে রা‌ষ্ট্রের যুবকরা হতাসায় জীবন টা ধংশ হ‌য়ে যা‌বে, এটা রাষ্ট্রের ধারাবা‌হিক ভা‌বে চলা জনগন এর অ‌ধিকার ব‌লে কিছু থাক‌ছে না। শুধু দা‌রিদ্র সম‌গো‌ষ্ঠি দে‌শের বোঝা টে‌নে যা‌বে, অার ভোক কর‌বে সমান্য কিছু লোক। যেখা‌নে দেখা যায় আমা‌দের দে‌শের সম্পদ উচ্চ দা‌মে কি‌নে ক‌ষ্টের স‌হিত ভোক ক‌রে থা‌কি কিন্তু আমা‌দের হতাসা এই নিজ‌দে‌শের সম্পদ নি‌জে‌রাই বে‌শিদা‌মে কিন‌তে হয়। কিছু সংখ্যাক লোক দে‌শের সম্পদ লুট ক‌রে স‌ম্প‌দে হাবুডুবুতে প্রান উপ‌ভোগ ক‌রে। আমি এর প্র‌তিকার চাই, এই দে‌শের সকল মানুষ অর্থ সম্পদ এর হিসাব দেবার জন্য সরকার এর কা‌ছে বাধ্য থা‌কে। সকল ব্য‌ক্তির তার সম্প‌দের আয়ের উৎস দেখা‌তে হ‌বে, এমন কি ভৈা‌তিক ভা‌বে তারা রাত্রারাত্রী টাকার পাহাড় গ‌ড়ে তু‌লে। সরকার কি এ‌দের সম্প‌দের হিসাব দেখবার দা‌য়িক্ত পালন ক‌রে। দুরনী‌তি ক‌রে দে‌শের টাকা লুট ক‌রে জনগন কে বন‌চিত ক‌রে নি‌জে‌দের সম্প‌দের পাহাড় গ‌ড়ে। এ‌দের কি কোন বিচার হ‌বে না, আমি চাই এই রা‌ষ্ট্রে আমার সকল অ‌ধিকার ফি‌রে পে‌তে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ