বরিশাল শহরে এখন প্রতি দিন সড়ক দূঘটনায় মৃত্যু হচ্ছে অনেক মানুষ, নেই কোন
আইন কানুন। বিপদ গ্রহস্থ হচ্ছে সাধারন মানুষ, রাস্তা দিয়ে মানুষ পথ থেকে
হাটা চলা করা কোন নিরাপদ নেই। হঠাত করে কোন গাড়ি এসে মেড়ে দেয় ভয় এর কোন
শেষ নেই। বাংলাদেশে সড়ক পথে প্রতি নিহত মৃত্যু হচ্ছে অনেক মানুষ, বরিশাল
শহরে প্রতিটি রাস্তায় দূঘটনার শেষ নেই। শহর এর রাস্তা গুলোতে গাড়ি গুলো যে
ভাবে চালানো হয়, তাতে গাড়ির চালক সে নিজেত্ত মৃত্যুর মুখি হয় আর পথ চারিকে
ত্ত মৃথ্যুর মুখে ফেলে দেয়। বিশেষ করে মটর বাইক, মাহিনরা,
ইত্যাদি গাড়ি গুলো নিজেদের ইচ্ছে মতে চালানোর জন্য শত শত মানুষের প্রান
যাচ্ছে। এই অনিম ভাবে সড়ক পথে গাড়ি চালানোর জন্য এদেশের অনেক মানুষ হারিয়ে
গেছে, যা কোন এক পরিবারের অমুল্য ব্যক্তি ছিল যার অভাব অন্য কারত্ত দিয়ে
সমাধান হয় না। এদের মৃত্যুর জন্য কাকে মুল দাই করবেন বলেন। সড়ক পথে গাড়ি
চালানোর সঠিক কোন বাধা নির্দেশ আইন কার্যকারী নেই যার কারনে গাড়ি চালকের
অনিম ভাবে চালানোর জন্য আমাদের দেশের অনেক পরিবার এর প্রিয় জনকে হারিয়ে
ফেলি। পরিবার এর যে কোন এক জন মারা গেলে সেই পরিবার বিকল হয়ে পরে। এক সময় ঐ
পরিবার অর্থের দারিদ্রতা দেখা দেয় এর কারনে নানা কিছুর অভাব বিপদ মুখি হতে
হয়। তাই আমরা সচেতন মুলক ভাবে সঠিক আইন কার্যকারী হয় এমন আইন ত্ত সড়ক
দূঘটনা আমাদের প্রতিরোধ করা দরকার। যাতে সড়ক দূঘটনায় কোন মানুষ চালকের
ভুলের জন্য অকারনে মানুষের মৃত্যু না ঘটে তার জন্য আমাদের দেশে সঠিক আইন
চালু হোক, চালক যেন তার গাড়ি নিদিষ্ট গতিতে চালাতে বাধ্য হয়। প্রতিটি সড়ক
রাস্তায় স্পীড ব্রাকার নির্ম্মান করা হোক, চালক যাতে তার গাড়ি গতি রোধ করতে
বাধ্য থাকে। সড়ক পথে দূঘটনা হাত থেকে রক্ষার জন্য কৌশাল অবলম্বন করা
উচিত। তবে এই দূঘটনার জন্য জনগন দাই নয়, কারন এখানে কঠোর ভাবে যানবাহন
চালানোর আইনের কোন বিধি নিদেশ কার্যকারীতা নেই যার জন্য চালক তার যানবাহন
ইচ্ছে মতো চালায় আর সড়ক দূঘটনা ঘটে। প্রতি টি সড়ক পথে রাস্তার উপর নির্ভর
করে চালকের গতি নিধারন করে দেয়া উচিত। সড়ক পথে চালকের নিয়ম কানুন বাধা
নিশেধ আইন কার্যকারী হলে আমাদের দেশে অকারনে কারত্ত মৃত্যু হবে না। সড়ক পথ
কাযকারী নিয়ম নিদেশ আইন চালু হোক..........
0 মন্তব্যসমূহ